হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি ... বিশদ
জাতীয় পতাকা এবং বইমেলার পতাকা উত্তোলন করেন শ্রীচৈতন্য বইমেলা সমিতির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা ও পুরসভার ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক। আগামী ২৭জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। ১০দিনের এই মেলার মূল সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে ‘নারীসূর্য মমতা।’ এছাড়া পুরসভা এলাকায় তিনটি তোরণ তৈরি করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশত বর্ষ, সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জন্মশতবর্ষে গীতিকার সলিল চৌধুরী স্মরণে তোরণগুলি তৈরি করা হয়েছে।
এবার মেলায় কলকাতা সহ বিভিন্ন জায়গার ৫০টির বেশি বইয়ের স্টল থাকছে। খাবারের স্টলও থাকছে। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও অন্যান্য আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শ্রীচৈতন্য বইমেলা সমিতির সাংস্কৃতিক কমিটির কার্যকরী সদস্য রাজদীপ চট্টোপাধ্যায় বলেন, বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নবদ্বীপের বিভিন্ন বয়সি শিল্পী আবৃত্তি, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের সুযোগ পাচ্ছেন।
শ্রীচৈতন্য বইমেলা সমিতির অন্যতম যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বই বিক্রি না হলে বইমেলার কোনও সার্থকতা নেই। বইমেলা কমিটির প্রত্যেক সদস্য যাতে কমপক্ষে ৫০০টাকার বই কেনেন, এই অনুরোধ করা হয়েছে। অগ্রিম কুপনও সরবরাহ করা হয়েছে। স্কুল-কলেজের পক্ষ থেকেও এই কুপনের মাধ্যমে বই কেনা হয়। এর ফলে বই বিক্রেতারা উৎসাহের সঙ্গে প্রতি বছর এই মেলায় আসেন। এদিন স্থানীয় বকুলতলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রোহিত সাহা বলে, ফেলুদা আর পাণ্ডব গোয়েন্দা খুব ভালো লাগে। তবে নন্টে ফন্টের কমিকস আমাকে দিতেই হবে, মাকে বলে রেখেছি।
বইমেলা সমিতির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপ পণ্ডিতের শহর। এখানকার বহু মানুষ এই বইমেলার মাঠে অনেক আশার আলো খুঁজে পেয়েছেন। একসময় এখানে অশান্ত পরিবেশ ছিল। সেই পরিস্থিতি পরিবর্তন করার জন্য বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এই বইমেলার উদ্যোগ নিয়েছিলেন। পুরসভার উদ্যোগে সেই উদ্যোগ সফল করা গিয়েছে। শ্রীচৈতন্যদেবের জন্মস্থানে তাঁর নামেই এই বইমেলা। এমনকী, পুরসভার লোগোটিও তাঁর নামে উৎসর্গীকৃত। এদিন অনুষ্ঠানে নবদ্বীপ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুমন ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। -নিজস্ব চিত্র