হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি ... বিশদ
বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মনোদীপ্ত চৌধুরী বলেন, ৭৪বছর আগে শহরের কয়েকজন শিক্ষানুরাগী ছোট চালাঘরে ‘টাউন স্কুল’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে তার নাম হয় কৃত্তিবাস মুখোপাধ্যায় হাইস্কুল। কিন্তু, এখনও মানুষের মুখে মুখে বিদ্যালয়ের সঙ্গে ‘টাউন স্কুল’ শব্দটি জুড়ে রয়েছে। প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে প্রাক্তনী সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে সমানভাবে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজকুমার দত্ত বলেন, ১৯৫১ সালের ১৮জানুয়ারি আমাদের বিদ্যালয় স্থাপিত হয়। এদিন প্লাটিনাম জুবিলির সূচনা অনুষ্ঠান হয়। সারা বছর ধরে রক্তদান শিবির, ফুটবল, ভলিবল প্রভৃতি ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হবে। আগামী বছর এই দিনে সমাপ্তি অনুষ্ঠান হবে।
বিধায়ক বলেন, এই বিদ্যালয়ের সঙ্গে বিষ্ণুপুরের বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। টাউন স্কুল থেকে পাশ করে বহু ছাত্রছাত্রী বর্তমানে দেশে বিদেশে উচ্চপদে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁরা বিষ্ণুপুরে এলে বিদ্যালয়ের খোঁজ নেন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শহরের পুরসভা লাগোয়া জায়গায় অবস্থিত একসময়ের টাউনস্কুল আজ মহিরুহে পরিণত হয়েছে। প্রায় ১২০০ছাত্রছাত্রী রয়েছে। ৩৮জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। উচ্চমাধ্যমিক ছাড়াও বিদ্যালয়ে ভোকেশনাল বিভাগ রয়েছে। তবে বিদ্যালয়ে পর্যাপ্ত বিল্ডিংয়ের অভাব রয়েছে। এদিন সকালে শহরের যদুভট্ট মঞ্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তা বিদ্যালয়ে শেষ হয়। পরে মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। -নিজস্ব চিত্র