আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
জানা গিয়েছে, নাদনঘাট থানার দীর্ঘ পাড়ার বাসিন্দা তারকনাথ এবং তাঁর ভাই ধনঞ্জয় দুর্লভের মধ্যে দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে অশান্তি চলছিল। গতকাল, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তারকনাথ বাড়ির নিকাশি নালার জন্য কয়েকজন মিস্ত্রীকে ডেকেছিলেন। তাঁরা সেখানে কাজ করছিলেন। অভিযোগ, সেই সময়ে ধনঞ্জয় এবং তাঁর ভাইপোরা আচমকা তারকনাথের উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর আর্তনাদে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় তারকনাথকে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিস ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে।