আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
আজ, শনিবার সমবায় সমিতির ডিরেক্টর পদে নির্বাচন ছিল। মোট আসন ছিল ১২টি। তারমধ্যে ১১টি আসনে ভোটাভুটি ছাড়াই তৃণমূল ৬ এবং বিজেপি ৫টি আসন জয়লাভ করেছিল। এদিন শুধুমাত্র একটি আসনে ভোট ছিল। সেখানে নির্বাচিত ৪৪ জন প্রতিনিধি ভোট দেন। তার মধ্যে তৃণমূলের ভূদেব খাটুয়া ২৫টি এবং বিজেপির তারাপদ খাটুয়া ১৯টি ভোট পান। অর্থাৎ প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচনে জয়ী বিজেপির ২২ জনের প্রত্যেকে এই নির্বাচনে তাঁদের প্রার্থী তারাপদ খাটুয়াকে ভোট দেননি। ক্রস ভোটিংয়ে জয়ী হন তৃণমূলের ভূদেব খাটুয়া। সমবায়ে সমিতির এই জয়ে নন্দীগ্রামে উচ্ছ্বাসিত তৃণমূলের নেতা-কর্মীরা।