আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
জানা গিয়েছে, কাজ হারানোর তালিকায় রয়েছেন ইস্কোর টাউন সার্ভিসের চিফ জেনারেল ম্যানেজারের গাড়ি চালকও। তাঁদের দাবি, কী ‘অপরাধে’ আমাদের কাজ গেল তা জানানো হোক। শ্রমিকদের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে বিএমএস। যদিও বিষয়টি নিয়ে ইস্কো টাউন সার্ভিসের সিজিএম বিনোদ কুমারকে ফোন করলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।