একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
স্থানীয়দের অভিযোগ, এলাকায় একপ্রকার মাফিয়ারাজ চলছে। ওই মাফিয়ারা প্রশাসনের একাংশের মদতে সরকারি ওই বিলের মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। রাতভর সেই মাটি নিয়ে ইটভাটায় ছুটছে ট্রাক্টরগুলি। বেপরোয়া গতির সেইসব ট্রাক্টরের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে বাসিন্দাদের। নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল। বাড়ছে ধসের শঙ্কা। বারণ করলে মিলছে পাল্টা মাফিয়াদের হুমকি। তাই এদিন বাসিন্দারা সঙ্ঘবদ্ধ হয়ে ব্রিজের কাছে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ শুরু করেন। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শেখপাড়া-সাগরপাড়ার মতো গুরুত্বপূর্ণ রাস্তা। সারি দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিসের তরফে একাধিকবার অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানালেও কাজ হয়নি। পরে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, জলঙ্গির জয়েন্ট বিডিও রকিবুল হকের আশ্বাসে অবরোধ ওঠে।
স্থানীয় বাসিন্দা টিঙ্কু শেখ বলেন, প্রত্যেকদিন রাত ১২টা থেকে ওই অবৈধ কাজকর্ম চলছে। জেসিবি দিয়ে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে আশেপাশের জমির ফসল নষ্ট হচ্ছে। তাদের কিছু বলতে গেলে পুলিস হুমকি দিচ্ছে। মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে পুলিস। আমরা একাধিকবার বলেও সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি।
জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ওই জমি সরকারি। কাউকে টেন্ডার দেওয়া হয়নি। পুরো বিষয়টি অবৈধভাবে চলছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। জলঙ্গির জয়েন্ট বিডিও রকিবুল ইসলাম বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।