একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না। শোভাযাত্রার কারণে তৃণমূলের মিছিলের গাড়ি আটকে যায়। সেসময় ওই গাড়ি থেকে দুষ্কৃতীরা বেরিয়ে গুলি চালিয়েছে।
সূত্রের খবর, সর্বাঙ্গপুরে একটি প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। অভিযোগ, শোভাযাত্রার জন্য তৃণমূলের মিছিলে যাওয়ার গাড়ি আটকে দেওয়া হয়। তৃণমূল কর্মীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখালে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। সেই বচসা চলাকালীন গুলি চালানো হয়েছে।
পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ যুবককে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের নওদা ব্লক সভাপতি শফিউজ্জমান শেখ বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি নষ্ট করার জন্য বিজেপি এই গণ্ডগোল করেছে। সর্বাঙ্গপুর এলাকার বেশকিছু বুথ বিজেপির দখলে। আমাদের ঘোষিত কর্মসূচিতে যাতে কর্মীরা আসতে না পারে, সেজন্য রাস্তা আটকে বাসে হামলা চালানো হয়। সেসময় আমাদের কর্মীরা প্রতিবাদ করলে কে বা কারা গুলি ছুঁড়েছে। তাতে একজন জখম হয়েছে। এরপর ওরা আমাদের বাস আটকে রাখে। সেখানে বেশ কিছু মহিলা কর্মী আটকে ছিল। তবে আমাদের কর্মসূচিতে কোনও প্রভাব পড়েনি।