একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
ঘাটাল পুর এলাকায় অলিতে গলিতে টোটো চলে। শহরে নিত্য টোটোর মিছিলে সাধারণ যান চলাচলের সমস্যা হয়। রাজ্যের কয়েকটি পুরসভা তাদের এলাকায় কতগুলি টোটো চলে তার একটা তালিকা তৈরি করেছে। তাই তারা এক নিমিষে বলতে পারে, তাদের পুরসভা এলাকায় কতগুলি করে টোটো রয়েছে। ঘাটাল শহরে সেই ব্যবস্থা নেই।
তাই ঘাটাল শহরে মোট কত টোটো চলে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তার তালিকা জেলাশাসক দেখতে চাইতেই চাপে পড়েছে পুরসভা। তারই প্রেক্ষিতে ঘাটাল পুরসভা তড়িঘড়ি করে টোটোর পরিসংখ্যান জোগাড়ের ব্যবস্থা করেছে। এলাকায় এলাকায় মাইকে করে প্রচার করে টোটোগুলিকে তাদের গাড়ির মডেল, মালিকের নাম সহ অন্যান্য নথি কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের ক্যাম্পে জমা দেওয়ার আবেদন রাখা হচ্ছে। চেয়ারম্যান জানান, ১১ ডিসেম্বর থেকে ওই ক্যাম্প চলছে। ১৫ তারিখ পর্যন্ত চলবে। ওই তারিখের মধ্যে শহরের সমস্ত টোটোর পরিসংখ্যান সংগ্রহ করা হবে। ১৬ ডিসেম্বরই পুরসভার পক্ষ থেকে সমস্ত নথি জেলাশাসককে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
পুরসভা ওই ভাবে নথি সংগ্রহ করতে শুরু করায় অনেক টোটো চালক ভয় পেয়ে গিয়েছেন। তাঁদের ধারণা, পুরসভাকে ওই তথ্য দিলে আগামী দিনে তাদের সমস্যায় পড়তে হতে হবে। সেজন্য অনেকেই নথি দিতে চাইছেন না। চেয়ারম্যান বলেন, ‘এটা একটা পরিসংখ্যান সংগ্রহের অভিযান মাত্র। এখানে তথ্য দিলে কারওরই কোনও সমস্যা হবে না।’