সংবাদদাতা, কালনা: রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় শনিবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিমূলক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ মণ্ডল, শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তাপস কুমার কার্ফা প্রমুখ। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন পর্ষদের উদ্যোগে নানা কোর্স পড়ানো হয়। এরমধ্যে রয়েছে হেল্থ কেয়ার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল, আমিন সার্ভে, হেল্থ ওয়ার্কার ও ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট। যা উচ্চ মাধ্যমিক শিক্ষার সমতুল্য। প্রায় দুই শতাধিক পড়ুয়া রয়েছেন।
বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অগ্নিশ্বর সরকার বলেন, বিদ্যালয়ে এতদিন শিক্ষাদানের জন্য শ্রেণিকক্ষের অভাব ছিল। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তায় চারটি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে। এরজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।