অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
জানা গিয়েছে, আজহারউদ্দিনের বাড়ি মহুলারা গ্রামে। পাড়ুই বাজারে তাঁর একটি অটোমোবাইল পার্টসের দোকান রয়েছে। সেই দোকানেরই কর্মচারী আব্দুল গতাকাল, শুক্রবার সন্ধ্যায় চা খেতে যাওয়ার নাম করে আজহারউদ্দিনকে বাইকে করে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরই আব্দুলের কয়েক জন সঙ্গী আজাহারউদ্দিনকে অপহরণ করে। এরপর রাত ন’টা নাগাদ ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে আজহারউদ্দিনের বাড়িতে ফোন করে দুষ্কৃতীরা। পাশাপাশি, হুমকিও দেয় তারা। উপায় না দেখে পুলিসের দ্বারস্থ হন আজহারউদ্দিনের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিউড়ি এবং পাড়ুই থানার পুলিশ। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত আব্দুলকে। পরে তল্লাশি চালিয়ে আজহারউদ্দিনকেও গ্রেপ্তার করেন পুলিস আধিকারিকরা।