প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
এদিকে ঘটনার খবর চাউর হতেই ওই বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। খবর পেয়ে আসে শীতলকুচি থানার পুলিস। গৃহবধূ সন্ধ্যা সরকার পাল বলেন, এদিন ছেলেকে নিয়ে স্কুলে যাই। বাড়ি ফিরে এসে দেখি চুরি হয়েছে। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। দু’টি ঘরের তালা ভেঙে আলমারি খুলে গয়না ও নগদ টাকা চুরি করেছে। পুলিস ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুক এই দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতে পরপর তিনটি চুরির ঘটনা ঘটল। সবক’টিই চুরি দিনের বলোয় হয়েছে। চুরির কিনারা না হওয়ায় পুলিসের ভূমিকা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা দ্বিজেন বর্মন বলেন, এই সময় গ্রামের বেশিরভাগ বাসিন্দা খেতের কাজে ব্যস্ত থাকে। সেই সুযোগে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এলাকায় পুলিসি টহলদারির দাবি জানান বাসিন্দারা। শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানান, পুলিস ওই বাড়িতে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে। এলাকায় পুলিসি টহলদারি বাড়ানো হচ্ছে।
(ঘটনাস্থলে পুলিস। - নিজস্ব চিত্র )