প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
মৃৎশিল্পী ভানু পাল বলেন, আমরা এবছর দুশ্চিন্তায় ছিলাম। তবে এবছর সবথেকে বেশি প্রতিমা বিক্রি হয়েছে। বিহারের সঙ্গে ট্রেনে যোগাযোগ বাড়ায় প্রতিমা বিক্রিও বেড়েছে। রায়গঞ্জের প্রতিমা বিহারে যাওয়ায় খুশি স্থানীয় শিল্পীরাও। রায়গঞ্জ থেকে বিহারের দূরত্ব প্রায় ৪০ কিমি। রেলপথে কাটিহার বা বারসই হয়ে রায়গঞ্জের বাজারে আসেন বিহারের মানুষ। তাঁরা সরস্বতী পুজোর জন্য প্রতিমা রায়গঞ্জ থেকেই নিয়ে যান। বিহারের মানুষ প্রতিমা কিনতে এরাজ্যে আসেন কেন? পূর্ণিয়ার বাসিন্দা সন্দীপ কুমার বলেন, রায়গঞ্জে তৈরি প্রতিমার চাকচিক্য দারুণ।
প্রতিমা দেখতেও সুন্দর। দামও বিহারের থেকে অর্ধেক। তাই বিহারের বিভিন্ন জেলা থেকে মানুষ প্রতিমা কিনতে রায়গঞ্জে আসেন। বিহারে সরস্বতী পুজো ধুমধাম করে আয়োজন হয় বলে সেখানকার মানুষরা জানিয়েছেন। বিহারের বাসিন্দার বিমল মণ্ডল জানান, কাটিহার জেলাতে ছোটবড় মিলিয়ে ৩০ হাজার পুজো হয়। বিহারে কোচিং সেন্টার থেকে ক্লাব- সব জায়গাতেই প্রতিবছর সরস্বতী পুজো হয়। এবার বেশি প্রতিমা বিহারে যাওয়ায় খুশি রায়গঞ্জের মৃৎশিল্পীরা। স্থানীয় বাজারেও ভালোই প্রতিমা বিক্রি হচ্ছে।
( বিহারে নিয়ে যাওয়ার জন্য রায়গঞ্জ স্টেশনে আনা হচ্ছে প্রতিমা।-নিজস্ব চিত্র )