পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
উল্লেখ্য, দিন কয়েক আগেই পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রোড রেসের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে পুণ্ডিবাড়ি পর্যন্ত আট কিলোমিটার সেই দৌড়ে অংশ নিয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। যা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। কোনওরকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কীভাবে ছাত্রদের এই দৌড়ে নামিয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত রবিবার জেলাতেই এমন একটা ঘটনা ঘটার পর এদিন ফের রোড রেসের আয়োজন করা হয়। যদিও এদিন মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়। যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে।কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত বলেন, যাঁরা এদিন দৌড়ে অংশ নিয়েছেন তাঁদের সকলের শারীরিক পরীক্ষা করা হয়। দৌড়নোর সময় কিছুটা চাপ, উদ্বেগ তো থাকেই। এতে তিনজন মহিলা অসুস্থ বোধ করেন। তবে প্রাথমিক চিকিৎসা করে তাঁদের ছেড়ে দেওয়ার পর তাঁরা এসে পুরস্কার নিতে এসেছিলেন।
- নিজস্ব চিত্র।