পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ৩৬তম মালদহ জেলা বইমেলায় রয়েছে প্রায় ২০০টি স্টল। প্রথম চারদিন বইয়ের বিক্রি আশানুরূপ হচ্ছে না বলে অনুযোগ করেছিলেন অনেক বিক্রেতাই। কিন্তু পঞ্চম দিন থেকে বদলে গিয়েছে ছবি।
মালদহ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পুস্তকের প্রকাশক সংস্থা সোপানের কর্ণধার বলেন, শুক্রবার থেকে খরা অনেকটা কেটেছে। পাঠকরা স্টলে আসছেন। বইও কিনছেন। বইমেলায় নৈঋত প্রকাশন সংস্থার স্টলের কর্মীদের কথায়, ক্রমশ বইয়ের চাহিদা ও বিক্রি বেড়েছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর লেখা দু’খণ্ডের বইটি পাঠকদের চাহিদার শীর্ষে ছিল শুক্রবার সন্ধ্যায়। ওই বইটির স্টক ফুরিয়ে যাওয়ায় অনলাইনে কেনার বিষয়েও জানতে চেয়েছেন বেশ কয়েকজন পাঠক। একই ভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপরে লেখা বইও পাঠকদের পছন্দের তালিকায় ছিল। বিভিন্ন প্রকাশন সংস্থার কর্মীরা বলেন, ফেলুদা সমগ্র, শার্লক হোমস প্রমুখ গোয়েন্দাদের কাহিনীও বিক্রি হচ্ছে যথেষ্ট। তবে বইয়ের দাম নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন করেছেন পুস্তকপ্রেমীরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৫১টি গল্প, প্রেমেন্দ্র মিত্র শতবার্ষিকী সংকলন, সুমথনাথ ঘোষ সংকলন বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এত দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে একনিষ্ঠ পুস্তকপ্রেমী মানসী দত্ত বলেন, এক সংস্করণ থেকে পরবর্তী সংস্করণের দামের ফারাক কখনও কখনও প্রায় দ্বিগুণ। ১৫ থেকে ২০ শতাংশ ছাড় মিললেও বাজেট বজায় রাখতে গিয়ে সব পছন্দের বই কেনা সম্ভব হচ্ছে না।
তবে প্রকাশকদের বক্তব্য, যেভাবে কাগজের দাম ও ছাপার খরচ বেড়েছে, তাতে বইয়ের দাম না বাড়িয়ে উপায়ও থাকছে না। তবে দাম নিয়ে অভিযোগ থাকলেও ধীরে ধীরে পাঠকরা বই কেনার আগ্রহ দেখাতে শুরু করায় খুশি পুস্তক বিক্রেতারা।-নিজস্ব চিত্র