নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে ফোনে হুমকি কাণ্ডে পুলিস গ্রেপ্তার করল গৃহশিক্ষক ভাস্কর ধারাকে। তাঁর বাড়ি রায়গঞ্জের ভাটোল এলাকায়। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতেই ফোন নম্বর ট্র্যাক করে ভাস্করের খোঁজ মেলে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার করে জেলা আদালতে হাজির করা হয়। আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, ধৃতের বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্তের দাবি, মদ্যপ অবস্থায় ভুলবশত ঘটনাটি ঘটেছে।
পুর প্রশাসক বলেন, হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছিলাম শুক্রবার। রায়গঞ্জ থানার পুলিস সেই যুবককে দ্রুত গ্রেপ্তার করেছে। এতে আমার অভিযোগ যে ঠিক ছিল, তা প্রমাণিত হয়েছে।