হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি ... বিশদ
পুলিস সুপার বলেন, দু’মাস ধরে মাদক দমন করতে নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকায় পুলিসের অভিযান চলছে। এতে দু’মাসে ২৫টি মামলায় ৬০ জন গ্রেপ্তার হয়েছে। তাতে দেড় কেজি ব্রাউন সুগার, ১৫০০ কেজি গাঁজা, ১৪০০ নিষিদ্ধ কাফ সিরাপ, ১৫ হাজার ট্যাবলেট সহ নগদ প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এতে মাদক কারবারিরা আতঙ্কে রয়েছে। মাদক সংক্রান্ত তথ্য সরাসরি আমাকে ৯১৪৭৮৮৯০৪৫ ফোন নম্বরে জানাতে পারেন। গোপনীয়তা বজায় রেখে পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে। এছাড়া এলাকার মাদকাসক্তদের রিহ্যাবে পাঠাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা আমরা করব।
উল্লেখ্য, শুক্রবার পানিট্যাঙ্কির গন্ডগোলজোতে পুলিসের অভিযানে ওই এলাকার একটি বাড়ির পিছনের মাটি খুঁড়ে ৬০০ বোতল কাফ সিরাপ, ৬ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জ্যোতি ছেত্রী নামে এক মহিলা গ্রেপ্তার হয়েছে। এনিয়ে পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, বিভিন্ন জায়গা থেকে এগুলি সংগ্রহ করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। যা পাচার করা হতো। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। - নিজস্ব চিত্র।