হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি ... বিশদ
এলাকার শিক্ষক তরুণ সূত্রধর, সুদীপ বণিক প্রমুখ বলেন, রাস্তাটি অবিলম্বে তৈরি করা প্রয়োজন। প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক বলেন, আমরা অবরোধকারীদের বুঝিয়ে তুলে দিয়েছি।
উল্লেখ্য, মালবাজার থেকে লাটাগুড়ি যাওয়ার বিকল্প রাস্তা হিসেবে পূর্তদপ্তরের এই রাজ্য সড়ক ব্যবহার করে থাকেন বহু মানুষ। কুমলাই ও তেশিমলা পঞ্চায়েতের বাসিন্দারা এই পথেই মালবাজার শহরে আসা যাওয়া করেন। প্রসূতি মা সহ রোগী, স্কুল পড়ুয়া সকলেই এই রাস্তা ধরে যাতায়াত করেন। কুমলাই ও তেসিমলা পঞ্চায়েতের বাসিন্দাদের মালবাজার শহরের সঙ্গে যোগাযোগের মূল রাস্তা এটি। অথচ এই রাস্তাটিই দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এর আগেও রাস্তা অবরোধ করা হলেও কোনও কাজ হয়নি।