পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
তাঁদের অভিযোগ, নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল মাদ্রাসার কাছে একটি কালভার্ট ২০১৭ সালে জলের তোড়ে ভেঙে যায়। তারপর থেকে বাঁশের মাচা বানিয়ে পারাপার করেন বাসিন্দারা। এদিন খুদে পড়ুয়াদের নিয়ে ওই বাঁশের মাচা পার হতে গিয়ে মাচা ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে একটি টোটো। অল্পের জন্য রক্ষা পায় টোটো চালক সহ পড়ুয়ারা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর, পাটুল, সাধিপুর, জলিপুর অঞ্চলের বাসিন্দারা। দ্রুত কালভার্ট নির্মাণের দাবিতে পার্শ্ববর্তী তপনের চেঁচড়া মোড়ে এসে পথ অবরোধ করেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন এবং গঙ্গারামপুর থানার পুলিস। পরে ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর ব্লক প্রশাসনের কর্মীরা। প্রশাসনিক আশ্বাসে প্রায় চারঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। এলাকার বাসিন্দা রফিকুল মিয়াঁ বলেন, প্রশাসনকে বহুবার বলার পরেও কালভার্ট হচ্ছে না। আজ অল্পের জন্য শিশুরা বেঁচে যায়। দ্রুত কালভার্ট নির্মাণের দাবি করছি। তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র