নিজস্ব প্রতিনিধি, মালদহ: কারও বয়স সত্তর পেরিয়েছে। কেউ আবার ষাটোর্ধ্ব। শেষ মুহুর্তের প্রস্তুতিতে প্রবীণদের হাতে হাত মিলিয়েছেন তরুণ তুর্কিরাও। আজ, রবিবার মালদহ জিলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে হবে পুনর্মিলন উৎসব। অনুষ্ঠান উপলক্ষে উৎসাহ, উদ্দীপনার অন্ত নেই প্রাক্তনীদের মধ্যে। শনিবার রাত জেগে চলল সেই অনুষ্ঠানের আয়োজন। মালদহ স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কমলেশ বিহানী বলেন, সকাল ন’টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজিত হবে। বিএস রোডে শ্রদ্ধেয় বিনয় সরকারের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে আমরা স্কুলে ফিরে আসব। ২০০৮ সালে সার্ধশতবর্ষ উদযাপনের সময়ে মালদহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত হয় ‘মালদহ জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। তাঁদের উদ্যোগেই আজ, রবিবার ১৯ জানুয়ারি পুনর্মিলন উৎসব আয়োজিত হতে চলেছে।
অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাংশু শেখর দাসের কথায়, এই অনুষ্ঠান দেশ, বিদেশ থেকে আগত মালদহ জিলা স্কুলের সকল পড়ুয়ার মিলন ভূমি হয়ে উঠবে। সকালে আবৃতি ও বিভিন্ন বিষয়ে আলোচনার পর মধ্যাহ্নভোজ হয়ে সাময়িক বিরতি। বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত মালদহের স্থানীয় শিল্পীরা গান করবেন। সন্ধ্যা ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত মঞ্চ মাতাবেন কলকাতার এক শিল্পী। এই বিপুল আয়োজন যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য চেষ্টার অন্ত নেই উদ্যোক্তাদের। -নিজস্ব চিত্র