একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
পুলিস জানিয়েছে, ধৃতের নাম অজিত মণ্ডল। তার বাড়ি ৩ নম্বর ভানুকুমারী গ্রামে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৯২৮ গ্রাম ব্রাউন সুগার, ১২৮টি খালি কৌটো। যার আনুমানিক বাজার মূল্য ১২-১৫ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধাকারিক বৈভব বাঙ্গার বলেন, ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।