পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
জেলা প্রশাসন সূত্রে খবর, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও চাঙ্গা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সরকারি সুযোগ সুবিধা দিতে জেলার সমস্ত ব্লকে, পুর এলাকায় এই ক্যাম্প বসবে। ব্যাঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিষেবাও এমএসএমই ক্যাম্প থেকে মিলবে।
এমএসএমই ক্যাম্পে শুধু জেলা শিল্প কেন্দ্রই নয়, অন্য কয়েকটি দপ্তর এই ক্যাম্প থেকে পরিষেবা প্রদান করবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে নতুন আবেদনপত্র গ্রহণ, পুরনো আবেদনের অনুমোদনে সাহায্য করা হবে ক্যাম্প থেকে। রাজ্য পোর্টালে কারিগর এবং তাঁতিদের তালিকাভুক্তিকরণ, ওয়েস্ট বেঙ্গল আর্টিসেন্সদের আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে আনা হবে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাদপ্তরের মাধ্যমে মেয়াদি ঋণ প্রদানের জন্য আবেদন জমা নেওয়া, সংখ্যালঘু নারীদের ক্ষমতায়নের জন্য দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের ব্যবস্থা হবে।
অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের অধীনে ‘ক্ষুদ্র ও ছোট উদ্যোগ মহিলা সমৃদ্ধি যোজনা’র জন্য মেয়াদি ঋণ ও শিক্ষাঋণ পেতে সহায়তা করা হবে। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, কৃষি ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নানা প্রকল্পের কাজ ওই ক্যাম্প থেকে সম্পন্ন হবে।
শনিবার জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিষেক বসাক বলেন, জেলায় এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজারের বেশি ছোট-মাঝারি ও ক্ষুদ্র শিল্পদ্যোগীর নথিভুক্ত হয়ে রয়েছে। আমরা আসন্ন শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প থেকে আরও চার হাজার ছোট শিল্পদ্যোগীকে নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগচ্ছি। এছাড়াও ওই ক্যাম্প থেকেও জেলার শিল্পদ্যোগীর সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হবে।