সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাতদিনের জন্য পুলিস হেফাজত হল ধৃত বিবেক সিংয়ের। আলিপুরদুয়ারে চেঁচাখাতার সূর্যসেনপল্লিতে এক বৃদ্ধাকে খুন এবং তিনজনকে জখম করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, শনিবার ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। আদালত ধৃতকে সাতদিনের পুলিসি হেফাজতে পাঠিয়েছে। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের বাসিন্দা এই যুবকের কাঠের বাটামের এলোপাথারি আঘাতে সূর্যসেনপল্লির বৃদ্ধা প্রীতিলতা আচার্য্য(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয় বলে অভিযোগ। জখম হন বৃদ্ধার ছেলে অসীম আচার্য্য, তাঁর স্ত্রী সোমাদেবী ও তাঁদের কন্যা। জখমদের এখনও কোচবিহারের একটি নার্সিং হোমে রেখে চিকিৎসা চলছে। আচার্য্য পরিবারের পরিচিত ভিনরাজ্যের ওই যুবক কেন এমন ঘটনা ঘটাল, তা জানতে পুলিস জখমদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছে।
আইসি বলেন, জখমদের প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। জখমদের সঙ্গে আপাতত হালকা কথাবার্তা হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর ফের কথা বলা হবে। এদিকে পুলিস প্রাথমিক তদন্তে মনে করছে, এই ঘটনার সঙ্গে কোনও ব্যবসায়িক আর্থিক লেনদেন থাকতে পারে। জখমরা পুরোপুরি সুস্থ হওয়ার পর পুলিসের পক্ষে তা জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।