একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
সুডার প্রতিনিধিদের বার্তা, ডেঙ্গু দমনে সাধারণ সাফাই অভিযানের পাশাপাশি শহরাঞ্চলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বাড়ি, জমিতে ঢুকে আবর্জনা পরিষ্কারের প্রয়োজন। আগামী বর্ষার আগে দফায় দফায় এব্যাপারে পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে পুরসভাগুলিকে। সরকারি ‘আশ্বাস’ পোর্টালে কীভাবে পরিত্যক্ত জমির ছবি তুলে আপলোড করতে হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুরসভার প্রতিনিধিদের সাহায্য নিতে হবে, সবই আলোচনা হয়।
রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সাধনকুমার বর্মণ বলেন, গত ১১ তারিখ কর্মশালা শুরু হয়েছিল। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর পুরসভার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা হয়েছে। ডেঙ্গু সহ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা নিয়ে আলোচনা হয়েছে। চলতি মরশুমে রায়গঞ্জ পুর এলাকায় ১৭ জনের ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। এরমধ্যে ৮ জন অন্য জেলা বা ভিনরাজ্য থেকে আক্রান্ত হয়ে এখানে ফিরেছেন।