একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
শনিবার ভোরে রেতির জঙ্গল থেকে বেরিয়ে হাতির একটি দল কারবালা চা বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় ১৫ নম্বর সেকশনের নালায় শাবকটি পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এরপর থেকেই মৃত শাবকটির দেহ পাহারা দিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে মা হাতিটি। দেহটি মাটি চাপা দিয়ে সমাধিস্থ করার চেষ্টাও করে। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াড, বানারহাট রেঞ্জ এবং খুনিয়া ওয়াইল্ডলাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। সেই সময় বনদপ্তরের একটি গাড়ির ওপরেও মা হাতিটি হামলা করে। ভিড় জমানো স্থানীয়দের দিকেও হাতিটি বারবার তেড়ে যায়। সন্তান হারানোর শোকের কারণেই হাতিটি এমন আচরণ করছে বলে বনদপ্তর জানায়। এদিন সন্ধ্যা পর্যন্ত মা হাতিটি শাবককে আগলে থাকায় মৃত শাবককে উদ্ধার করতে পারেনি বনদপ্তর।
হস্তিশাবকের মৃত্যু হলে তার দেহ সমাধিস্থ করার প্রবণতা হাতিদের মধ্যে দেখা যায়। বনদপ্তর সূত্রে জানানো হয়, কী কারণে শাবকটি মারা গেল তা খতিয়ে দেখা হচ্ছে। মা হাতিটি দিনভর শাবককে আগলে রাখায় আমরা মৃত শাবকটিকে উদ্ধার করা পারিনি। রাতভর আমরা মৃত শাবকটিকে পাহারা দেব। রবিবার মৃত শাবকটি উদ্ধার করার চেষ্টা করা হবে। - নিজস্ব চিত্র।