একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী গ্রামে আবাসের তথ্য যাচাই করতে গিয়ে উপভোক্তাদের কাছে মধ্যাহ্নভোজ ও বাইকের তেল খরচ বাবদ ৫০০ থেকে ১০০০ টাকা তোলার অভিযোগ উঠেছে ওই পশু চিকিৎসকের বিরুদ্ধে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম মৃতম কুমার হালদার। তিনি বংশীহারি থানার দৌলতপুর এলাকায় কর্মরত। গত ১৪ নভেম্বর কল্যাণী গ্রামে সহকর্মীকে নিয়ে তথ্য যাচাই করতে গিয়েছিলেন তিনি। সেখানে উপভোক্তাদের কাছ থেকে ৫০০ ও ১০০০ টাকা চাইছিলেন মধ্যাহ্নভোজ ও বাইকের তেল ভরার নামে। এক হতদরিদ্র পরিবার টাকা দিতে অস্বীকার করলে আবাসের ঘর আটকে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে চিকিত্সকের বিরুদ্ধে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই চিকিত্সক বলছেন, বিডিও অফিস থেকে খরচ বাবদ এই টাকা নেওয়ার কথা বলা হয়েছে। তবে, স্থানীদের চাপের মুখে পড়ে তিনি স্বীকার করেন, এমন কোনও নির্দেশ বিডিও অফিস থেকে দেওয়া হয়নি।
বিষয়টি জানতে পেরে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হুরমত আলী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। তিনি বংশীহারির বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
বিডিও সুব্রত বল বলেন, ভিডিও ভাইরাল হওয়ার আগেই মৌখিক অভিযোগ পেয়েছিলাম। তখন ওই চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছিল। পরে লিখিত অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সদস্য। থানায় অভিযোগ করতে বলেছি তাঁকে। জেলা প্ৰশাসনকে রিপোর্ট পাঠানো হয়েছে।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, আবাসের নাম করে যদি সরকারি কর্মী টাকা তোলেন, কড়া ব্যবস্থা নিক জেলা প্রশাসন।