একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
হরিশ্চন্দ্রপুর সদরের শহিদ মোড় থেকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা সংস্কার শুরু হয়েছে। রাস্তাটি পূর্তদপ্তর দেখাশোনা করে। দু’দফায় রাস্তা সংস্কারের কাজে বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি টাকা। শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর সদরের ওই ব্যবসায়ী রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। স্থানীয়রাও অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, নিয়ম না মেনে রাতের অন্ধকারে কাজ হচ্ছে। এভাবে কাজ হলে অল্পদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে রাস্তা। শনিবার তদন্তে আসেন হরিশ্চন্দ্রপুর ১ এর জয়েন্ট বিডিও মহম্মদ আলি রুমি ও পূর্তদপ্তরের চাঁচল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজয় সমাদ্দার। তাঁরা কাজ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তনুজ বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। শিডিউল মেনে কাজ হচ্ছে না।
যদিও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজয় সমাদ্দারের দাবি, নিয়ম মেনেই কাজ হচ্ছে। কোনও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। তবুও আমরা সমস্ত দিক খতিয়ে দেখলাম।