অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
পুরসভা নম্বর প্লেট দেবার জন্য টোটোচালকদের ফর্ম বিতরণ করা হয়েছিল। এই ফর্মে জানানো রয়েছে, টোটোয় কোনও পণ্য নেওয়া যাবে না। কিন্তু টোটোচালকরা প্রশাসনের নির্দেশ অমান্য করেছেন। একাধিকবার বৈঠকের পরেও শোধরায়নি তাঁরা।
১৭ নম্বর ওয়ার্ডের টোটো ইউনিয়নের সম্পাদক কানাই দাস বলেন, কেউ আইন না মানলে প্রশাসন ব্যবস্থা নেবে। টোটোয় সামগ্রী পরিবহন করা যাবে না বলে পুরসভা এবং থানা জানিয়েছে। এরপরও যাঁরা তা মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক। ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, টোটোচালকদের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। পণ্য পরিবহণ না করার বিষয়টি তাদের জানানো হয়েছিল। সতর্ক করা হয়েছিল। এরপরও একের পর এক সামগ্রী নিয়ে তারা ঘোরাঘুরি করছে। সে কারণে কুড়িটি টোটো আটক করা হয়েছে। আমাদের অভিযান লাগাতার চলবে।