সংবাদদাতা, ময়নাগুড়ি: কলকাতা থেকে ময়নাগুড়ির দিকে আসা পণ্যবাহী ট্রাক থামিয়ে চালককে তুমুল মারধর। ছিনতাই করা হয় গাড়ির পণ্যও। অভিযোগ দায়ের হতেই পুলিসের তৎপরতায় গ্রেপ্তার চার অভিযুক্ত। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সামগ্রীও। অভিযুক্তদের বাড়ি জলপাইগুড়ি। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা যে গাড়িতে করে এই ঘটনা ঘটিয়েছিল, সেই গাড়ির চালককে আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে একটি ট্রাকে করে ময়নাগুড়ির দিকে কাপড় আনা হচ্ছিল। ট্রাকটি ময়নাগুড়ি শহরের দিকে না এসে লাটাগুড়ির রাস্তায় চলে যায়। হঠাৎ করেই একটি ছোটগাড়ি ট্রাকটির সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা চারজন দুষ্কৃতী চালককে মারধর করে। গাড়ির যন্ত্রাংশ ভাঙচুর করে। তারপর গাড়ি থেকে পণ্য লুঠ করে। প্রায় একলক্ষ টাকার পণ্য নিয়ে চম্পট দেয় ওই চার দুষ্কৃতী। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। তদন্ত করে অভিযুক্তদের গাড়ির ছবি পেয়ে যায়। এরপর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়। ময়নাগুড়ি থেকে আটক করা হয় গাড়িটিকে। অভিযুক্তদের কথায় অসংগতি দেখা দেয়। তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারী পুলিস আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের নাম মহম্মদ আনোয়ার, সৌভিক দত্ত, পিঙ্কু রায় এবং আনারুল মহম্মদ। অভিযুক্তদের বাড়ি জলপাইগুড়িতে। আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তদের থেকে সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটা দেখা হচ্ছে।
অভিযোগকারী সৈকত দাস বলেন, কলকাতা থেকে আমাদের পণ্য আসছিল। সেখান থেকে প্রায় এক লক্ষ টাকার সামগ্রী ছিনতাই করা হয়। মারধর করা হয়েছে চালককে। গাড়ির বেশ কিছু সামগ্রী ও ভাঙচুর করা হয়। অভিযুক্তদের শাস্তির দাবি জানাই।