পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
সাধারণত সমর্থকদের সামনেই ক্যাপটিলের সিঁড়িতে দাঁড়িয়ে শপথগ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস, স্থানীয় সময় সোমবার দুপুরে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ নেওয়ার সময় ওয়াশিংটনের তাপমাত্রা থাকবে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে। তাই প্রকাশ্যে শপথের অনুষ্ঠান বাতিল। সিঁড়ির পরিবর্তে ক্যাপিটলের ভিতরে রোটান্ডাকে বিকল্প স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠান্ডার জেরে শেষবার এইভাবে ক্যাপিটলের ভিতরে লোকচক্ষুর আড়ালে শপথের অনুষ্ঠান হয়েছিল ৪০ বছর আগে। ১৯৮৫ সালে এইভাবে ‘ইন্ডোর’ অনুষ্ঠানে দ্বিতীয় দফার জন্য শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান।
শপথগ্রহণের অনুষ্ঠান চাক্ষুস করা হচ্ছে না জেনে মনমরা ট্রাম্প-সমর্থকেরা। গোটা আমেরিকা থেকে ইতিমধ্যেই অগণিত মানুষ ওয়াশিংটন আসতে শুরু করেছেন। তাই শপথগ্রহণের সময় সমর্থকেরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলেও সেই অনুমতি দেওয়া হবে না। ভক্তকুল যে হতাশ, তা বুঝেই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘গোটা দেশ আর্কটিক ব্লাস্টের (উত্তর মেরু থেকে আমেরিকার দিকে ধেয়ে আসা হিমশীতল হাওয়া) কবলে। মানুষের ক্ষতি হোক, তাঁরা কোনওভাবে আহত হন, তা আমি চাই না।’ ২০০৯ সালে বারাক ওবামার শপথগ্রহণের সময় তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। চার বছর আগে জো বাইডেন যখন শপথ নেন, ওয়াশিংনের উঞ্চতা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ৬৪ বছর আগে জন এফ কেনেডির শপথগ্রহণের আগে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। ক্যাপিটলের ইস্ট স্টেপসে দাঁড়িয়ে টপকোট না পরেই ভাষণ দিয়েছিলেন কেনেডি। এই ঘটনার অর্ধ শতাব্দী আগে উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ১৯০৯ সালে ক্যাপিটলের ভিতরে শপথ নিয়েছিলেন। সেবার ১০ ইঞ্চি পুরু বরফের আস্তরণ জমেছিল। বহু দশক পর শপথগ্রহণের সময় তাপমাত্রা এইভাবে মাইনাস ৬ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হল।