পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি: অডিও বার্তা প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গণ অভ্যুত্থান চলাকালীন গত বছরের আগস্টেই সেদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন হাসিনা এবং তাঁর বোন রেহানা। সেই সময় কীভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিলেন সেই ঘটনার ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আওয়ামী লিগের ফেসবুক পেজ থেকে হাসিনার একটি অডিও ক্লিপ আপলোড করা হয়। ৪৯ সেকেন্ডের ওই ভয়েস বার্তায় গত ৫ আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেছেন। পাশাপাশি ওই সময়ের ষড়যন্ত্রও ফাঁস করেছেন মুজিবকন্যা। তিনি বলেন, আমরা মাত্র ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছি। আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। আমি মনে করি ২১ আগস্টের হত্যার চেষ্টা, কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণ, ২০২৪ সালের ৫ আগস্টে বেঁচে যাওয়ার ঘটনা অবশ্যই আল্লাহর ইচ্ছা। আল্লাহর হাত অবশ্যই ছিল, তা না হলে আমি বেঁচে থাকতাম না। কারণ আল্লাহ চান আমি আরও কিছু কাজ করি। ভয়াবহ ওই পরিস্থিতির ব্যাখ্যা করতে করতে গলাও কেঁপে ওঠে তাঁর। শেষে কান্নায় ভেঙে পড়েন হাসিনা।