অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
এদিন তালেবি জানান, যাঁরা হিজাব পরতে চান না, এই ক্লিনিকে বিজ্ঞানসম্মত উপায়ে তাঁদের মানসিক চিকিৎসা করা হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই ক্লিনিকের পরিকল্পনা। ওই দেশের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের আওতায় রয়েছে ইরানের মহিলা ও পরিবার বিভাগ। তাই এই পরিকল্পনার নেপথ্যে তিনিই কলকাঠি নেড়েছেন বলে দাবি করেছে ইরান সহ বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। বিষয়টির কড়া সমালোচনা করেছে তারা। দিন কয়েক আগেই ইরানের কঠোর পোশাকবিধির প্রতিবাদ করছিলেন এক তরুণী। শুধু অন্তর্বাস পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন তিনি। এরপরই তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিস। তাঁর আর খোঁজ মেলেনি। হিজাব আইনের বিরোধিতায় সরব হয়ে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রাণ হারান ইরানের ২২ বছরের তরুণী মাশা আমিনি। হিজাব পরার বিরোধিতা করায় তাঁকে গ্রেপ্তার করে ইরানের পুলিস। অভিযোগ তাঁর উপর পাশবিকভাবে অত্যাচার চালানো হয়। পরে পুলিসি হেফাজতেই মৃত্যু হয় তাঁর। মাসার মৃত্যুর পরেই হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে।