প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
তবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ কৃষক উপকৃত হবেন বলেই দাবি করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে এদিন তিনি বাজেটে ঘোষণা করেছেন কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের লোন দেওয়ার পরিমাণ ৩ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হচ্ছে। ফসল মজুতের জন্য পঞ্চায়েত ও ব্লক স্তরে গুদামঘর গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি দেশে তুলোর উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরের জন্য বিশেষ মিশনের কথা ঘোষণা করেছেন নির্মলা। ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া থেকে শুরু করে দেশে তৈলবীজ চাষে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেছেন, আগামী ৬ বছরের মধ্যে দেশ ডালজাতীয় শস্য চাষে আত্মনির্ভর হয়ে উঠবে। মাছ উৎপাদন বাড়ানোর কথাও বাজেটে উল্লেখ করেছেন তিনি। এছাড়া আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপে মৎস্য চাষে বিশেষ পরিকাঠামো গড়ে তোলার কথাও বলেছেন। তবে বাজেটে কৃষি ক্ষেত্রেও বিহারের জন্য আলাদা কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিহারে মাখানা বোর্ড গড়ে তোলা হবে। মূলত মাখানা চাষে জোর দিতেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে এটাও যে বিহারের ভোটকে মাথায় রেখেই সেই বিষয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক মহলে।