প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে ... বিশদ
জানা গিয়েছে, ওইদিন রাত ১০টা নাগাদ পাঞ্জাবে একটি অনুষ্ঠান সেরে যাত্রীরা বাসে করে ফিরছিলেন। সারদারেওয়ালা গ্রামের কাছে বাসটি পৌঁছনোর পরই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের একটি খালে পড়ে যায়। ঘন কুয়াশা থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বিপদ বুঝে চালক জার্নেল সিং আগেই গাড়ি থেকে লাফ দিয়েছিলেন। ফলে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু ১২ জন যাত্রী নিয়ে বাসটি সোজা খালে গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে বিকট শব্দ এবং আর্তনাদ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় পুলিসকেও। উদ্ধারকাজে ডাকা হয় ডুবুরিদেরও। সূত্রের খবর, ১০ বছরের কিশোর আরমানকে ওই খাল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, ৫৫ বছর বয়সি বলবীর সিংকে খালে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি যাত্রীদের খোঁজ এখনও চলছে বলে পুলিস সূত্রে খবর।