নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে ৩৭টি প্রকল্পের সুবিধা প্রদানের লক্ষ্যে আবেদন নেওয়ার কাজ চলবে। সেই সমস্ত আবেদন যাচাইয়ের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তবে শনিবার জেলা প্রশাসনকে রাজ্যের পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধা প্রদানের জন্যও তৈরি থাকতে হবে। সেই সঙ্গে ‘দুয়ারে সরকার’ শিবিরে আবেদনপত্র জমা দিতে সাহায্য করার নামে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পে কাউকে কোনও নথি ফটোকপি করে দিয়ে টাকা নিলেও তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।
কেউ যাতে একাধিক ব্যক্তির আবেদন জমা না দেন, সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে নির্দেশিকায়। আগে যে সমস্ত এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা বুঝিয়ে দিতে হবে বলেও জানিয়েছে রাজ্য।