পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
ইডির তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলি বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও এজেন্টের নামে সরকারি খাতায় নথিভুক্ত ছিল। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির আরও বক্তব্য, সিদ্ধারামাইয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রী বি এস পার্বতীর নামে ১৪টি সাইটের মোট ৩ একরের বেশি জমির জন্য ক্ষতিপূরণ আদায় করেছিলেন। ওই জমিগুলি মুডা অধিগ্রহণ করেছিল ৩ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকায়। কিন্তু ক্ষতিপূরণের অঙ্ক ছিল ৫৬ কোটি টাকা।
জমি কেলেঙ্কারির এই মামলায় মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে কর্ণাটক লোকায়ুক্ত। যদিও প্রবীণ এই কংগ্রেস নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সিদ্ধারামাইয়ার বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে।