আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
নতুন এই প্রতারণার ফাঁদটির নাম হল ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’। কিন্তু কী ভাবে কাজ করে এই চক্র? প্রথমে জালিয়াতরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআইয়ের মাধ্যমে অপেক্ষাকৃত ছোট অঙ্কের কিছু টাকা পাঠাবে। তারপর আপনার ফোনে একটি ফোন আসবে। ফোনের ওপারেই রয়েছে সেই সাইবার জালিয়াত। সে দাবি করবে, অন্য জনকে পাঠাতে গিয়ে ভুলবশত ওই টাকা আপনার অ্যাকাউন্টে চলে গিয়েছে। কিংবা দিতে পারে বিভিন্ন অজুহাতও। এরপরই টাকাটি ফেরত দেওয়ার জন্য সে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কটিকে বলে ‘কালেকশন রিকোয়েস্ট’। এটিই হল ফাঁদ। লিঙ্কে ক্লিক করে ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করলেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কারণ, ‘কালেকশন রিকোয়েস্ট’-টির মধ্যেই রয়েছে একটি বড় অঙ্কের টাকা। কিন্তু সেই অঙ্কটি আপনি দেখতে পাবেন না।
কীভাবে বাঁচবেন এই প্রতারণার ফাঁদটি থেকে? এই ধরনের সাইবার প্রতারণা থেকে বাঁচতে প্রথমেই নিজেকে সতর্ক হতে হবে। এই ধরনের কোনও লিঙ্ক আপনার কাছে এলে কিংবা কেউ ফোন করে কোনও লিঙ্কে ক্লিক করতে বললে, তা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে আধ ঘণ্টা বা এক ঘণ্টার জন্য নিজের ফোন বন্ধও করে রাখতে পারেন। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় এর ফাঁদে পড়েছেন বহু মানুষ। হারিয়েছেন প্রচুর টাকা। তাছাড়া ইউপিআই পিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সুরক্ষিত থাকতে এটি কখনই কাউকে জানতে দেবেন না।