আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের জওহর নগর এলাকার ঘটনা। বিজয় প্রতাপ চৌহান (৩২) এবং শিবানীর (২৮) দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ছিল। কিন্তু তা কোনওদিনই মধুর ছিল না। অশান্তি তাঁদের জীবনের নিত্যদিনের সঙ্গী ছিল। তাঁদের এক বছরের কন্যা সন্তানও রয়েছে। জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে তাঁদের তুমুল ঝগড়া হয়। রাগে শিবানী বাড়ি ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। এরপরই বিজয় তাঁকে ফোন করে জানান, আর কোনওদিন তাঁদের দেখা হবে না। ওই দিনই সন্ধ্যা নাগাদ বিজয়ের কাকিমা মীরা বিজয়কে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। ভয় পেয়ে তড়িঘড়ি তিনি শিবানীকে ফেন করে গোটা ঘটনাটি জানান। কিন্তু বিজয়ের এই চূড়ান্ত পদক্ষেপ কিছুতেই মেনে নিতে পারেননি শিবানী। বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিল্লির লোনি রাউন্দাবাউদ এলাকায় একটি বৈদ্যুতিক পোলে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
গাজিয়াবাদ পুলিস এবং দিল্লি পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তাঁদের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিস সূত্রে খবর। পুলিস জানিয়েছে, শিবানী এবং বিজয়ের শরীরের অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাই পুলিসের অনুমান তাঁরা আত্মহত্যাই করেছেন। তবে ময়নাততদন্তের রিপোর্ট আসার পরই সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিস আধিকারিকরা।