আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
পরিবার সূত্রে খবর, এদিন রাতে গুরপ্রীত তাঁর ঘরে নিজের বন্দুক পরিষ্কার করছিলেন। সেই সময়ে সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না। রাত এগারোটার কিছু পর তাঁর ঘর থেকে আচমকা গুলি চলার শব্দ শোনা যায়। তড়িঘড়ি সেখানে ছুটে যান পরিবারের সদস্যরা। দরজা খুলে তাঁরা গুরপ্রীতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গুরপ্রীতকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস জানিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। গুলি লাগার পরই গুরপ্রীতের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা সম্ভব হবে।
উল্লেখ্য, পশ্চিম লুধিয়ানার বিধায়ক ছিলেন গুরপ্রীত। ২০২২ সালে তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন। পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ভারত ভূষণ আসুকে তিনি ৭৫০০ ভোটে ওই কেন্দ্রে পারজিত করেন।