নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বৃহস্পতিবার দেশজুড়ে বসে যায় জিএসটি নেটওয়ার্ক। পোর্টালে ঢুকে জিএসটি রিটার্ন দাখিল করা তো দূরের কথা, কোনও কাজই করা যায়নি। পোর্টাল কাজ না-করায় চিন্তিত ছিলেন লাখো করদাতা। কারণ, জিএসটির আওতায় রিটার্ন-১ দাখিল করার সময়সীমা প্রতি ১১ জানুয়ারি। রিটার্ন দাখিল না-হলে যেমন পেনাল্টির মুখে পড়তে হবে, তেমনই মিলবে না ইনপুট ট্যাক্স ক্রেডিট। সংশ্লিষ্ট দপ্তর থেকে ৯ জানুয়ারি জানানো হয়েছিল, নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে, তা সরানোর চেষ্টা চলছে। তবে ১০ তারিখ সন্ধ্যা পর্যন্ত সেই পোর্টাল সচল হয়নি। করদাতাদের উদ্বেগের কথা মাথায় রেখে জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমা দু’দিন বাড়ানো হল। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস জানিয়েছে, জিএসটিআর-১ দাখিল করার সময়সীমা ১৩ জানুয়ারি করা হয়েছে। জিএসটি মেটানোর সময়সীমা রাখা হয়েছে ১৫ জানুয়ারি। আগে তা ছিল ১৩ তারিখ। পাশাপাশি এই মাসেই ত্রৈমাসিক জিএসটি রিটার্ন দাখিল করার কথা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির। সেক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। জিএসটিআর-৩বি ফর্ম পূরণ করে জিএসটি রিটার্ন জমা করতে হয় যাঁদের, তাঁরা সেই টাকা জমা করার জন্য সময় পাবেন ২২ জানুয়ারি পর্যন্ত। যাঁরা ত্রৈমাসিক জিএসটি জমা করেন, তাঁদের জন্য টাকা জমার সর্বাধিক সময়সীমা দেওয়া হয়েছে ২৬ জানুয়ারি।
জিএসটি পোর্টাল সচল করার বিষয়ে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত সময় চেয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও নেটওয়ার্ক সচল হয়নি। তারপর ধাপে ধাপে আরও সময় চেয়ে নেওয়া হয় করদাতাদের থেকে। তবে সন্ধ্যা পর্যন্ত সমস্যা থেকেই গিয়েছে বলে দাবি করেছেন অনেক করদাতাই। বিষয়টির গভীরতা বুঝে অবশেষে সেই সময়সীমা বাড়াল কেন্দ্র। তবে কেন বারবার সমস্যায় পড়তে হচ্ছে করদাতাদের, তা নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছে বহু মানুষ।