আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
৬ জানুয়ারি ডিমা হাসাও জেলার উমারাংসোরে একটি বেআইনি খনিতে জল ঢুকে পড়লে শ্রমিকরা আটকে পড়েন। তাঁদের মধ্যে রয়েছেন লিজান মাগার। ২৭ বছরের ওই যুবকের বাড়িতে স্ত্রী ও দু’মাসের সন্তান রয়েছে। অভাবের সংসার। একটু বেশি রোজগারের আশায় খনিতে কাজ করেন। গত সোমবার প্রায় ৩৪০ ফুট গভীর কয়লা খনিতে প্রবেশের আগে স্ত্রী জুনু প্রধানের সঙ্গে কথাও বলেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। খনিতে স্বামীর আটকে পড়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। শ্রমিকদের উদ্ধারে সেনা, অসম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে নৌবাহিনীও নেমে পড়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫-৬টি পাম্প চালিয়ে খনির জল বের করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।