আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
প্রয়াগরাজে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে তাঁর কথায় বারবার এসেছে সম্ভলে হিংসার কথা। সেখানে মসজিদের নীচে মন্দির থাকার সমর্থনে তিনি পুরাণকেও টেনে এনেছেন। তাঁর দাবি, পুরাণ অনুযায়ী, সম্ভলেই বিষ্ণুর কল্কি অবতারের জন্ম নেওয়ার কথা বলা হয়েছে।। যোগীর দাবি, ‘১৫৯৬ সালে সম্ভলে হরিহর মন্দির ভেঙে নতুন কাঠামো গড়ে তোলা হয়। আইন-ই-আকবরিতেও এর উল্লেখ রয়েছে।’ সম্প্রতি এক ব্যক্তি দাবি করেন, প্রয়াগরাজের যেখানে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, সেটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেই প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়ে যোগী বলেন, হাজার হাজার বছর ধরে এখানে কুম্ভমেলা হচ্ছে। কুম্ভ ভারতের ঐতিহ্যের প্রতীক। ওয়াকফ বোর্ড আদতে জমি মাফিয়াদের বোর্ড।’ তিনি জানান, উত্তরপ্রদেশে ওয়াকফ বোর্ডের নামে যত জমি রয়েছে, সেই সব জমির নথি ফের খুঁটিয়ে দেখা হবে। কোথাও গলদ পাওয়া গেলেই সেই জমি ফেরত নেওয়া হবে।
কুম্ভমেলার আয়োজন নিয়ে সমাজবাদী পার্টিকেও আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০১৩ সালে সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় ছিল, তখন কুম্ভমেলায় এসেও গঙ্গাস্নান করতে পারেননি মরিশাসের প্রধানমন্ত্রী। গঙ্গার নোংরা জল, অব্যবস্থা দেখে ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করেছে। যার ফলে ২০১৯ সালে ফের কুম্ভমেলায় এসে মরিশাসের প্রধানমন্ত্রী পরিবার নিয়ে গঙ্গাস্নান করেন।