আজ কর্ম ভাগ্য অনুকূল। অর্থাগমের ক্ষেত্র বাড়বে। গবেষকদের পক্ষে উল্লেখযোগ্য সাফল্য ও স্বীকৃতি লাভের সম্ভাবনা। ... বিশদ
হরবংশ ও প্রাক্তন কাউন্সিলার রাজেশ কেশরওয়ানির বাড়িতে গত রবিবার থেকে তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তর। তাঁরা যৌথভাবে বিড়ির ব্যবসা চালান। দু’জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই দু’জনের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩ কোটি টাকা, প্রচুর পরিমাণ সোনা ও রুপোর গয়না। এছাড়া রাজেশের বাড়ি থেকে পাওয়া গিয়েছে বিদেশ থেকে আমদানি করা একাধিক গাড়ি। যেগুলির কোনওটিই রাজেশ বা তাঁর পরিবারের কারও নামে রেজিস্টার্ড নয়। সব মিলিয়ে মোট ১৫৫ কোটি টাকার করফাঁকির প্রমাণ মিলেছে। তার মধ্যে রাজেশ একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ। তবে, সব কিছু ছাপিয়ে এখন চর্চায় হরবংশের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি কুমির। ২০১৩ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হরবংশ। বিজেপির সাগর জেলা সভাপতির দৌড়েও ছিলেন তিনি। হরবংশের বাবা হরনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী ছিলেন। নেহাতই পোষার জন্য নাকি অন্য কোনও উদ্দেশ্যে তিনি কুমিরগুলি বাড়িতে রেখেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বনদপ্তরকে খবর দিয়েছেন আয়কর আধিকারিকরা।