একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল ... বিশদ
ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি (ডিএই)-র পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের খবর, প্রখ্যাত বিজ্ঞানী রাজাগোপালা চিদম্বরম শনিবার ভোররাত ৩টে ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশের বিজ্ঞান শাখায় অভূতপূর্ব উন্নতিসাধন ও নেতৃত্বদানে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’
রাজাগোপালা চিদম্বরমের জন্ম ১৯৩৬ সালে। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেসে পড়াশোনা করেন। পেশা জীবনে তিনি ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। তার আগে ১৯৯০ সাল থেকে তিন বছর ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ডিরেক্টর তারপর ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পরমাণু প্রকল্প কমিশনের সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।