একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি। ... বিশদ
দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন যে, বুথকর্মীরাই বিজেপির আসল সম্পদ। রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটে বিজেপিকে জেতানোর অন্যতম প্রধান দায়িত্ব নিতে হবে আপনাদেরই। আপনারাই সরাসরি মোদির প্রতিনিধিত্ব করছেন। রাজ্যের প্রতিটি বাড়িতে যান। বাসিন্দাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এবং রাজ্যে তার শরিক দলের সাফল্য তুলে ধরুন।
শনিবার ভার্চুয়াল মাধ্যমে করা এই বুথ সম্মেলনে নরেন্দ্র মোদি দলের নিচুতলার কর্মীদের সাফ জানিয়েছেন, বিধানসভা ভোটে প্রত্যেক বুথে বিজেপি যাতে জয় লাভ করতে পারে, সেইদিকে কড়া নজর রাখতে হবে আপনাদের। বুথ জয় সুনিশ্চিত করুন। বিষয়টিতে ধন্দে পড়েছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে যে, নির্বাচনের মাত্রই দিনচারেক আগে কেন এভাবে জনসংযোগ বৃদ্ধি করার কড়া বার্তা দিতে হচ্ছে স্বয়ং মোদিকে?
যদিও বিজেপির কেন্দ্রীয় পার্টি সূত্রে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে
গেরুয়া শিবিরই যে এগিয়ে রয়েছে, তা বিভিন্ন সময় দলের অভ্যন্তরীণ মূল্যায়নেই স্পষ্ট হয়েছে। ফলে মহারাষ্ট্র নিয়ে বিজেপির অন্দরে কোনওরকম সংশয় নেই। যেহেতু প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষ হচ্ছে ভোটের পরে, তাই যাওয়ার আগে কর্মীদের ভোকাল টনিক দিয়ে গেলেন তিনি। এর মধ্যে অন্য কোনও রাজনৈতিক জল্পনা নেই।