মুম্বই: সংরক্ষণ ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে মিথ্যা প্রচার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই অভিযোগ করলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। মহারাষ্ট্রের অহল্যানগরে এক নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, ‘রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন ওঁরা। কারণ তিনি চান দেশজুড়ে জাতিগণনা হোক।’ দাদার ছেড়ে আসা ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনেই কংগ্রেস প্রার্থী হিসেবে সংসদীয় রাজনীতিতে অভিষেক হয়েছে প্রিয়াঙ্কার। সেখানে ভোটগ্রহণ মিটেছে গত ১৩ নভেম্বর। সেই পর্ব শেষে তিনি প্রচারে নেমেছেন ঝাড়খণ্ডের দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে বিধানসভা ভোটের। এদিন সেই প্রচার মঞ্চেই মোদি-শাহের উদ্দেশে তোপ দাগেন প্রিয়াঙ্কা, ‘আপনারা আমার ভাই সম্পর্কে মিথ্যা রটাচ্ছেন। আপনারা বলছেন, ও নাকি সংরক্ষণের বিরুদ্ধে। যে ব্যক্তি ন্যায়যাত্রা করতে গিয়ে মহারাষ্ট্র থেকে মুম্বই, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছেন, তাঁকে সংরক্ষণ বিরোধী কীভাবে বলতে পারেন?’
বিজেপি জোট সরকারের আমলে মহারাষ্ট্রে শিবাজি মহারাজকে
অসম্মান করার অভিযোগও তুলেছেন সোনিয়া গান্ধী-কন্যা। তিনি বলেন, ‘আমরা সকলেই মহারাষ্ট্রের জন্য গর্বিত। কিন্তু এই সরকারের আমলে ছত্রপতি শিবাজি মহারাজকে অসম্মান করা হয়েছে। মোদিজি সহ সকল নেতারা তাঁর নাম নেন, অথচ তাঁকে সম্মান করা হয় না।’ সংসদের বাইরে ছত্রপতি শিবাজির মূর্তি সরানো থেকে সিন্ধুদুর্গে তাঁর মূর্তি ভেঙে পড়ার
মতো একাধিক ঘটনা বক্তব্যে তুলে ধরেন প্রিয়াঙ্কা। তার সূত্র ধরেই মহাবিকাশ আঘাড়ি জোটের ঐক্যবদ্ধতার তাঁর গলায় উঠে এসেছে। প্রিয়াঙ্কার সাফ কথা, ‘আমাদের মতাদর্শ হয়তো আলাদা ছিল। কিন্তু ছত্রপতির অপমান আমরা কেউই সহ্য করব না।’ ছবি: পিটিআই