বরেলি, ১৬ নভেম্বর: খোদ পুলিসের উঁচু পদে কাজ করেও প্রতারকদের জালে পড়লেন বলি অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। ২৫ লক্ষ টাকার বিনিময়ে সরকারি দপ্তরের উচ্চপদস্থ পদে নিয়োগ পাবেন এই আশায় পাঁচ ব্যক্তিকে মোটা টাকা দেন দিশার বাবা। কিন্তু ওই পাঁচ ব্যক্তি যে প্রতারক ছিল তা বুঝতেই পারেননি জগদীশ সিং। গোটা বিষয়টি পুলিসকে জানিয়েছেন দিশার বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের বরেলির কোতোয়ালি থানার পুলিস। ইতিমধ্যেই ওই পাঁচ প্রতারকের মধ্যে চারজনের নাম জানা গিয়েছে। তারা হল শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ এবং প্রীতি গর্গ। বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিস। অভিনেত্রী দিশা পাটানির বাবা ডেপুটি এসপির পদে কর্মরত ছিলেন। এখন অবসরপ্রাপ্ত পুলিস আধিকারিক তিনি। এই প্রতারণার বিষয়ে জগদীশ সিং জানিয়েছেন, অনেকদিন আগে থেকেই শিবেন্দ্র প্রতাপ সিংকে ব্যক্তিগতভাবে চিনতেন। অভিযুক্ত শিবেন্দ্রই তার বাকি সঙ্গীদের সঙ্গে আলাপ করায়। সে জানিয়েছিল, তাদের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। টাকার বিনিময়ে সরকারি কমিশনে চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানের মতো পদে চাকরির ব্যবস্থা করে দিতে পারে।
পুলিসকে জগদীশ আরও জানিয়েছেন, সেই কারণেই শিবেন্দ্রদের ২৫ লক্ষ টাকা দেন তিনি। ধাপে ধাপে ৫ লক্ষ টাকা নগদে ও বাকি ২০ লক্ষ টাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছিলেন অভিযুক্তদের। অভিযোগ, টাকা পেয়েও জগদীশবাবুর চাকরির ব্যবস্থা করে দেয়নি শিবেন্দ্ররা। পরে অভিযুক্তদের থেকে টাকা ফেরত চাইলে তারা দিশার বাবাকে বলেন সুদসমেত ফিরিয়ে দেবে। কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা ফেরত না দেওয়ায় পুলিসের দ্বারস্থ হন অভিনেত্রীর বাবা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই প্রতারকদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে কোতোয়ালি থানার পুলিস।