অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
গত মাসে ঋণ নীতি ঘোষণার সময় চলতি আর্থিক বছরের জন্য ৭.২ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যদিও ক্রিসিলের পূর্বাভাস, চড়া সুদের হার ও ঋণ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়িতে চলতি আর্থিক বছরের জিডিপি বৃদ্ধি ধাক্কা খেতে পারে। তা কমে এসে ঠেকতে পারে ৬.৮ শতাংশে।
অপর রেটিং সংস্থা মুডিজ ভারতীয় অর্থনীতির জন্য আশার কথা শুনিয়েছে। তাদের পূর্বাভাস, চলতি বছর অর্থাৎ ২০২৪ বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ। তবে পরের বছর অর্থাৎ ২০২৫-এ তা কমে ৬.৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এই রেটিং সংস্থাটি।