অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ। ... বিশদ
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের সময় আমার হেলিকপ্টারে তল্লাশি চালায় নির্বাচন কমিশন। বিজেপি সবসময়েই স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। মহামান্য নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়মও মেনে চলে।’ তিনি আরও লেখেন, ‘দেশে স্বাস্থ্যকর নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা ও ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে।’
গত পাঁচদিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের মহারাষ্ট্র প্রদেশ সভাপতি নানা পাটোলে, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব থ্যাকারে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগে তল্লাশি চালায় নির্বাচন কমিশন।
বিতর্কের মূল সূত্রপাত উদ্ধবের ব্যাগ তল্লাশি ঘিরে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন বিরোধীরা। বলা হয়, উদ্ধবকে হেনস্তা করতেই এভাবে তল্লাশি চালানো হয়েছে। যদিও তার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ব্যাগেও তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবার সেই তালিকায় যোগ হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামও। যদিও বিরোধী শিবিরের একাধিক নেতার মতে, তল্লাশি চালানোর ক্ষেত্রে ‘নিরপেক্ষতা’ দেখানোর চেষ্টা করছে কমিশন।