সংবাদদাতা, বনগাঁ: আবাস তালিকায় দুর্নীতি করা হয়েছে। এমন অভিযোগে এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিস। ধৃতের নাম বিশ্বজিৎ মিত্র। অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পে আসল ঘর প্রাপকের পরিবর্তে অভিযুক্ত কর্মী অযোগ্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে শোকজ করা হয়। সন্তোষজনক উত্তর না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও কৃষ্ণেন্দু ঘোষ।
ঘটনার তদন্তে নেমে পুলিস শুক্রবার গাইঘাটা থেকে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। অপর অভিযুক্ত সঞ্জয় বসুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।