হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি ... বিশদ
কৈলাসহর লাগোয়া বাংলাদেশে মনু নদীতে বাঁধ নির্মাণের প্রসঙ্গ বিধানসভায় তুলেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। গত বুধবার জিরো আওয়ারে তিনি বলেন, মনু নদীর দুই পাড়ে ভারতীয় অংশের বাঁধ ৪০ বছর আগে তৈরি হয়েছিল। বর্তমানে ওই বাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশে বাঁধ উঁচু করার ফলে বৃষ্টিতে কৈলাসহরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে এব্যাপারে জরুরি হস্তক্ষেপের আর্জি জানান বিধায়ক। ঊণকোটি জেলার ফটিকরায়ের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসও ওই বক্তব্য সমর্থন করেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে মনু নদীর উপর বাঁধ নির্মাণের বিষয়টি যথেষ্ট উদ্বেগের। সরকার ইতিমধ্যেই রাজ্যে প্রবাহিত ১২টি নদী ও জল সম্পদের সমস্যা পর্যালোচনা করেছে। একটি বিশদ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাষ্কর ঘোষ অধিকারী বলেছেন, এভাবে বাঁধ নির্মাণের ফলে বর্ষার সময় বাংলাদেশ সুরক্ষিত থাকলেও ভারতের অংশ ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা থাকছে।